জানা-অজানাটপ লিডশৈলকুপা

শৈলকুপায় ইবি শিক্ষকের হারিয়ে যাওয়া টাকা ফেরত দিল ভ্যান চালক

টিপু সুলতান, শৈলকুপা, ঝিনাইদহের চোখ-
ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি)‘র ইংরেজী বিভাগের প্রফেসর ড. মোঃ মামুনুর রহমানের মানিব্যাগসহ প্রয়োজনীয় কাগজপত্র উদ্ধার করলেন পুলিশ। সোমবার (৩০ নভেম্বর) সকালে সিসি ক্যামেরার ফুটেজ দেখে মানিব্যাগ উদ্ধার করা হয়।

পুলিশ সুত্রে জানা যায়, আজ (৩০ নভেম্বর) সকালে ভ্যানযোগে কবিরপুর যাচ্ছিলেন ইবি প্রফেসর । সাথে থাকা ম্যানিব্যাগ হারিয়ে যায়। যার মধ্যে ১৮,৫০০ টাকা, ক্রেডিট কার্ড ও ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিল। বিষয়টি পুলিশকে অবহিত করলে অভিযান চালিয়ে ৪ ঘন্টার ব্যবধানে খুলুমবাড়িয়া এলাকার ভ্যানচালক হজরত আলীর নিকট থেকে হারানো এ মালামাল উদ্ধার করা হয়।

ভ্যানচালক হজরত আলী জানান, স্যার আমি গরীব মানুষ, মানিব্যাগ পাওয়ার পরে আমার কাছেই রেখেছিলাম। এরমধ্যে কি আছে আমি খুলেও দেখিনি। আমি লেখাপড়া জানিনা, মোবাইল চালাতেও পারিনা। তাই কোথায় বা কার কাছে মানিব্যাগ জমা দিবো বুঝে উঠতে পারিনি। থানার স্যাররা আমাকে ফোন করার সাথে সাথে আমি থানায় জমা দিতে এসেছি।

এদিকে ইবি প্রফেসর ড. মোঃ মামুনুর রহমান পুলিশের তাৎক্ষণিক সফল অভিযানকে অভিনন্দন জানানোর পাশাপাশি ভ্যানচালকের সততার প্রশংসা করেন।

এ বিষয়ে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ(ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button