শৈলকুপায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন
টিপু সুলতান, শৈলকুপা, ঝিনাইদহের চোখ-
‘কমলা রঙের বিশ্বে নারী, বাধার পথ দেবেই পাড়ি’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে ঝিনাইদহের শৈলকুপায় মানববন্ধন পালিত হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার (০১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত¡রে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারি কমিশনার (ভূমি) পার্থ প্রতিম শীল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা ভাইস মহিলা চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন।
এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা খানমসহ বিভিন্ন এনজিও সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া মানববন্ধনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রচুর সংখ্যক নারী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, বিশ্বব্যাপী নারীদের জীবনমান উন্নয়ন এবং নির্যাতন ও ক্ষতিকর চর্চা থেকে তাদের মুক্ত করতে সব ধরনের বৈষম্য ও নির্যাতনের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ গ্রহণ করা দরকার বলে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষে উল্লেখ করেন।