টপ লিডহরিনাকুন্ডু

হরিণাকুণ্ডুতে ইটভাটার লরিতে চাপাপড়ে একজনের মৃত্যু

এইচ মাহবুব মিলু, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে শুক্ররবার সকালে উপজেলার বায়লীয়া গ্রামে এনবিআরবি (NBRB) ইটভাটায় রিপন হোসেন নামের এক মাটিকাটা দিনমজূরের মৃত্যু হয়। মাটি খালাশ করার সময় রিপন হোসেনের (৩২) মাটিটানা লরির হাইড্রলিক ডালার নিচে চাপা পড়ে মৃত্যু হয় । মৃত রিপন উপজেলার পার-ফলসী গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের পুত্র ।

এইনিয়ে গত ছয়দিনে হরিণাকুণ্ডুতে ইটভাটার গাড়ীতে চার জনের মৃত্যুর ঘটনা ঘটলো ।

জানাযায় সকালে এ্যাডঃ বজলুর রহমানের লিজ দেওয়া এনবিআরবি ভাটায় পার্শবর্তী মাঠথেকে লরিতে আনা মাটি খালাশ করার সময় ঐ লরির দিনমজুর রিপন লিরর হাইড্রলিক ডালার নিচে চাপা পড়ে , যান্ত্রিক ত্রুটির কারণে ডালাপড়া বন্ধকরতে বিলম্ব হওয়ায় এ ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা জানিয়েছে।

খবর পাওয়ামাত্র থান অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা ঘটনাস্থলে যান ।

রিপোর্ট লেখা পর্যন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছিল । এ ঘটনায় মৃতের পরিবারের পক্ষথেকে থানায় মামলার প্রস্তুতী চলছে বলে জানাগেছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button