শৈলকুপায় ‘দিগনগর গ্রাম উন্নয়ন সংঘ’র কম্বল বিতরণ
টিপু সুলতান, শৈলকুপা, ঝিনাইদহের চোখ-
‘ঐক্যবদ্ধ প্রচেষ্টায় স্বনির্ভর গ্রাম গড়ার প্রত্যয়ে সম্মানিত বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গের প্রতি উদাহরণস্বরুপ’ ¯েøাগানে ঝিনাইদহের শৈলকুপায় শতাধিক শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। নারী, পুরুষ, বৃদ্ধ ও শিশুসহ বিভিন্ন শ্রেনীর শীতার্থদের তালিকা করে তাদেরকে এ কম্বল দেয়া হয়।
শুক্রবার (১১ ডিসেম্বর) বিকালে উপজেলার ‘দিগনগর গ্রাম উন্নয়ন সংঘ’র উদ্যোগে দিগনগর ইউনিয়নের দিগনগর গ্রামে এ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণকালে ‘দিগনগর গ্রাম উন্নয়ন সংঘ’র সভাপতি ও মৎস্য কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উক্ত সংঘের সহ-সভাপতি শিক্ষক হারুণ অর রশিদ, সাংগঠনিক সম্পাদক ইকরামুল ইসলাম, শিক্ষক জহুরুল ইসলামসহ সংঘের অন্যান্য সদস্যরা। এছাড়া শিক্ষক উলাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ মিয়া, অবসরপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ উল্লাহ মিয়া, আরব আলী শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় সংঘের সভাপতি ও মৎস্য কর্মকর্তা জানান, এ সংঘঠন প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন সামাজিক সেবামূলক কার্যক্রমকের সাথে স¤পৃক্ত। এ গ্রামে গরীব, দুস্থ ও অসহায় মানুষ গুলোর তীব্র শীতের কথা চিন্তা করে শেিতর শুরুতেই এ উদ্যোগ গ্রহণ করেছে সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন ‘দিগনগর গ্রাম উন্নয়ন সংঘ’।
এছাড়া এ সংঘ করোনার শুরুতে করোনা প্রতিরোধে কাজ করে গেছে। ভবিষ্যতে যেকোন ভালো কাজে অত্র সংঘ সকলের পাশে থেকে সর্বাত্মক সহযোগীতা করারও আশ্বাস দেন তিনি।
অসহায় শীতার্থরা ‘দিগনগর গ্রাম উন্নয়ন সংঘ’র কম্বল হাতে পেয়ে আনন্দ প্রকাশ করেন।