শৈলকুপায় বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
টিপু সুলতান, শৈলকুপা, ঝিনাইদহের চোখ-
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে ঝিনাইদহের শৈলকুপায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ ডিসেম্বর) বিকালে উপজেলা ও পৌর আ‘লীগের যৌথ উদ্যোগে পৌর কার্যালয় প্রাঙ্গণে আলোচন সভা অনুষ্ঠিত হয়। শৈলকুপা উপজেলা আ‘লীগের সাধারন সম্পাদক ও মনোহরপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নুর সভাপতিত্বে ও সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মনিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আ‘লীগের সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নায়েব আলী জোর্য়াদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সভাপতি জাহিদুন্নবী কালু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র রাকিবুজ্জামান রাকিব। বক্তরা, দিবসটির তাৎপর্য তুলে ধরে বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শেষ দিকে যখন বুঝতে পারে তাদের পরাজয় নিশ্চিত, তখন বাঙালি জাতিকে মেধাশূন্য করার নীল নকশা তৈরি করে।
এজন্য ১০ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত আগ থেকে তালিকা করা এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করে। শহীদ বুদ্ধিজীবীরা বেঁচে থাকলে বাংলাদেশ আজ অনেক দূর এগিয়ে যেত। সেদিনের সেই পরাজিত শক্তির দোসররা যেন এদেশে আবারও মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য বুদ্ধিজীবীদের আত্মহুতি এবং মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এর আগে অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেয়রপুত্র রাজীব হোসেন, সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভিপি মিজানুর রহমান মিজানসহ বিভিন্ন ওয়ার্ডের পৌর কাউন্সিলর, আ‘লীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।