ঝিনাইদহ বিএনপি নেতার মায়ের মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদকের শোক প্রকাশ
সাদ্দাম হোসেন বিশ্বাস, ঝিানইদহের চোখ-
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের বিএনপি’র আহবায়ক সাইদুর রহমানের মা নুরজাহান বেগম (৯০) ইন্তেকাল করেছেন। রবিবার রাতে বার্ধ্যক জনিত কারনে নিজ বাড়ি শৈলকুপা উপজেলার আড়–য়াকান্দি গ্রামে মারা যান তিনি। মৃত্যুকালে তিনি ৫পুত্র, ২ কন্যা, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার সকালে আড়–য়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজের জানাজা শেষে মরহুমার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
সেসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড. আসাদুজ্জামান, জেলা বিএনপির আহবায়ক এসএম মসিউয়ূর রহমান, যুগ্ম-আহবায়ক আব্দুল মজিদ বিশ্বাস, জেলা সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফি বিশ্বাস, জেলা ছাত্র দলের সভাপতি সমিনুর রহমান, সাধারন সম্পাদক মুশফির রহমান মানিক, উপজেলা বিএনপির নেতা, হুমায়ন বাবর ফিরোজ , বাবলুর রহমান, মোস্তাফিজুর রহমান তুর্কি সহ বিভিন্ন নেতৃবৃন্দ । সকলেই শোক সনপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছে।