ঝিনাইদহের শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ‘নো স্মোকিং সাইন’ অংকন
রাজু আহমেদ, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘নো স্মোকিং সাইন’ অংকন ও বোর্ড স্থাপন।
রোববার দিনব্যাপি ঝিনাইদহে পুলিশ লাইন্স মডেল স্কুল এবং আলহেরা ইসলামী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ে স্থানীয় এনজিও ‘পদ্মা সমাজকল্যান সংস্থা’ অংকন ও বোর্ড স্থাপন করে। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার ৩নং ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার মোঃ আব্দুর রাজ্জাক, পুলিশ লাইন্স মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, আলহেরা ইসলামী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামাল, পদ্মা সমাজকল্যান সংস্থা এর নির্বাহী পরিচালক মোঃ হাবিবুর রহমান, প্রকল্প কর্মকর্তা মোঃ নাছির উদ্দীন বিশ্বাস। এছাড়াও আরো উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিষ্ঠান দুটির শিক্ষক, কর্মচারি ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
উল্লেখ্য প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ি আগামী ২০৪০ সালের মধ্যে তামাক মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে অংকন ও বোর্ড স্থাপন করা হয়।