ঝিনাইদহ বিজিবির ফেন্সিডিল আটক
ঝিনাইদহের চোখ-
গত ১৪ মার্চ ২০২১ তারিখ আনুমানিক ২০০০ ঘটিকায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্ত লড়াইঘাট বিওপির হাবিলদার মোঃ আবুল কালাম এর নেতৃত্বে ০৫ সদস্য বিশিষ্ট টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ৫৩/১-এস হতে আনুমানিক ০৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পদ্মপুকুর গ্রামের কলেজের উত্তর পার্শ্ব হতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক চোরাকারবারী মোঃ রিপন মিয়া (৩৬), পিতা- মৃত হিফাজ উদ্দিন, গ্রাম- পদ্মপুকুর, পোঃ গুড়দহ, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহকে ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক করা হয়। আটককৃত আসামীকে মাদকদ্রব্যসহ ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের এবং সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
গত ১৪ মার্চ ২০২১ তারিখ আনুমানিক ২০৩০ ঘটিকায় মহেশপুর ব্যাটালিয়ন(৫৮ বিজিবি) এর অধিনস্ত নতুনপাড়া বিওপির হাবিলদার মদন কুমার এর নেতৃত্বে ০৫ সদস্য বিশিষ্ট টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাংগা জেলার জীবননগর উপজেলার নতুনপাড়া গ্রামের রহমানের আম বাগানের মধ্যে হতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে।
অদ্য ১৫ মার্চ ২০২১ তারিখ আনুমানিক ০৫৩০ ঘটিকায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্ত যাদবপুর বিওপির নায়েব সুবেদার মোঃ হেলাল উদ্দিন এর নেতৃত্বে ০৪ সদস্য বিশিষ্ট টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বেতবাড়িয়া গ্রামের আনারুলের বাড়ির পশ্চিম পার্শ্বে বাশ বাগানের মধ্যে হতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৯৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে।