বঙ্গবন্ধু গেমস হকির ফাইনালে ঝিনাইদহ ও নড়াইল
ঝিনাইদহের চোখ-
বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস হকির নারী বিভাগের ফাইনালে উঠেছে ঝিনাইদহ ও নড়াইল জেলা। বৃহস্পতিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে ঝিনাইদহ জেলা ৭-০ গোলে দিনাজপুর জেলা দলকে হারিয়েছে। দ্বিতীয় সেমিফাইনালে নড়াইল জেলা ১-০ গোলে হারিয়েছে কিশোরগঞ্জকে।
ঝিনাইদহের বড় হয়ে জেসমিন আক্তার জেসি একাই করেন ৪ গোল। দুটি গোল করেন রিভা খাতুন। অন্যটি অনন্যা বিশ্বাসের।
দ্বিতীয় সেমিফাইনালে নড়াইল জেলার একমাত্র গোলটি করেছেন মুক্তা খাতুন পেনাল্টি কর্নার থেকে। স্বর্ণ জিততে আশাবাদী দুই দলই। ঝিনাইদহের অধিনায়ক রাণী খাতুন বলেন, ‘আগের ম্যাচের ভুলগুলি যাতে ফাইনালে না হয়, এ বিষয়ে আমরা সবাই সজাগ। ফাইনালে হারা মানে কিছু নেই, জয় মানে বহু কিছু। আমরা বহু কিছুতেই থাকতে চাই।’
দলের কোচ জামাল হোসেন বলেছেন, ‘২০১৬ সালে আমরা আন্তঃজেলা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, ২০১৮ সালে যুব গেমসে চ্যাম্পিয়ন। এবার নজর বাংলাদেশ গেমসে। সোনার পদক নিয়েই ঝিনাইদহে ফিরতে চাই।’
নড়াইল অধিনায়ক কিমি কর্মকার বলেছেন, ‘এ পর্যন্ত যখন এসেছি, তখন সোনার পদক না নিয়ে ফিরতে চাই না। কদিন আগে ডেভেলপমেন্ট কাপে রানার্সআপ হয়েছি বিকেএসপির কাছে হেরে। এবার আর ফাইনাল হারতে চাই না।’
দলটির কোচ ওস্তাদ ফজলু বলেছেন, ‘সেমিফাইনালে ডিফেন্ডার লিমা খাতুন চোট পেয়েছে। তার কপালে দুটি সেলাই দিতে হয়েছে। সে খেলতে না পারলে এটা হবে আমাদের জন্য বড় ধাক্কা। আশা করছি, ঝিনাইদহের বিপক্ষে জয় দিয়ে নতুন সূচনা পাবে নড়াইল।’