টপ লিডশৈলকুপা

ঝিনাইদহে প্রতিবন্ধী সন্তানকে নিয়ে বিপাকে বাবা-মা

এম হাসান মুসা, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রামের দরিদ্র বাক্ প্রতিবন্ধী বিপ্লব শেখের প্রতিবন্ধী মেয়ে সুহায়বা (৩)। ফুটফুটে সুন্দর চেহারার শিশুটি জন্মের পর থেকেই প্রতিবন্ধী। তার দুই হাত ও দুইপা নেই বল্লেই চলে । চটপটে কথা বলতে পারা বাচ্চাটি হাটতে পারে না ও কিছু ধরতেও পারেনা।এমনকি খাবারটাও খেতে পারে না নিজ হাতে এবং অন্যের সাহায্য ছাড়া চলতে পারে না।

তার বাক প্রতিবন্ধী বাবা বিপ্লব শেখের নিজের কোনো জমি নেই । রাজ মিস্ত্রির যোগালে হিসাবে কাজ করে দিনাতিপাত করেন। তবে বাক্ প্রতিবন্ধী হওয়ায় সবসময় সে কাজ পায়না তাছাড়া করোনার সময় এখন কাজও কম। তাদের আরেকটি কন্যা সন্তানের বয়স ৭ বছর।

শিশুটির মা চুমকি বেগম জানান জন্ম থেকেই তার মেয়েটি প্রতিবন্ধী এবং বয়স না হওয়ার কারনে তার ভাতা হচ্ছে না।

এ ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ আহমেদ জানান বাচ্চাটাকে আমি দেখেছি তবে তার বয়স ৬ বছর না হওয়া পর্যন্ত তাকে কোনো ভাতা প্রদান করা যাচ্ছে না । সমাজের বিত্তবানদের নিকট আর্থিক সহায়তা চেয়েছে শিশুটির পরিবার নগদ একাউন্ট নং ০১৭৯২৪৮৫৭৪০ (নং টি শিশুটির মা চুমকি বেগমের) ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button