মহেশপুর

ঝিনাইদহ মহেশপুরে ইজিবাইক চালককে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন

ঝিনাইদহের চোখ-
রাস্তার পাশে থাকা মোটরসাইকেলে ইজিবাইকের ঘষা লাগায় ইজিবাইক চালক হাফিজুর রহমানকে (৪৫) পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নের কেশবপুর ব্রিজের পাশে। নিহত হাফিজুর রহমান উপজেলার কেশবপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

পুলিশ নিহত ইজিবাইক চালক হাফিজুর রহমানের লাশ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় পুলিশ শনিবার দুপুরে আবু বক্কর (৩৮) নামের এক জনকে আটক করেছে।

এলাকাবাসী জানান, শুক্রবার সন্ধ্যায় কেশবপুর গ্রামের ইজিবাইক চালক হাফিজুর রহমান বাড়ী ফেরার সময় কেশবপুর ব্রিজের পাশে থাকা একই গ্রামের খালিদ হাসানের মটর সাইকেলে একটু ঘষা লাগে। এসময় মটর সাইকেলের মালিক খালিদ হাসান,ভাসানীসহ ৪/৫ তাকে তাকে পেটাতে থাকে। এক পর্যয়ে ইজিবাইক চালক হাফিজুর রহমান ঘটনা স্থলেই মারা যান।

মহেশপুর থানার অফিসার ইনর্চার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হত্যার সাথে জরিত কেশবপুর গ্রামের আকবার আলীর ছেলে আবু বক্করকে আটক করা হয়েছে। বাকি আসামীদের ধরতে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে।

এদিকে গতকাল শনিবার সকাল ১১টা থেকে ১২ পর্যন্ত মহেশপুর উপজেলা ইজিবাইক শ্রমিক ইউনিয়নের নেতা কর্মীরা চালক হাফিজুর রহমানকে হত্যার প্রতিবাদে থানার সামনে মানববন্ধন ও সমাবেশ করেছেন।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি মহিফুল আজম খান পিন্টু, সহ সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, জীবননগর ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফি তালুকদার, দত্তনগর ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক বশির আহাম্মেদ, মহেশপুর উপজেলা ইজিবাইক শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক আবিদ হাসান, কবির হোসেন প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button