অবৈধভাবে ভারত হতে ঝিনাইদহে প্রবেশের সময় আটক ১১
ঝিনাইদহের চোখ-
অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় নারী-শিশুসহ এগারো জনকে আটক করেছে ৫৮ বিজিবি। আজ ভোরে তাদের ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্ত হতে আটক করা হয়।
৫৮ বিজিবির সহকারী পরচিালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, বাংলাদশেী ১১ জন নাগরকিকে অবধৈভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৬ জন পুরুষ, ৪জন নারী ও একজন শিশু রয়েছে।
আটককৃতরা হচ্ছে, টুঙ্গপিাড়া থানার পাথরঘাটা গ্রামরে রনজৎি মন্ডল এর ছলেে শ্রী রমশে মন্ডল (২৮), শ্রী রমশে মন্ডল এর স্ত্রী মতিালী বশ্বিাস (২০), নারায়নগঞ্জ জলোর বন্দর থানার একরামপুর গ্রামরে মৃত বাবুল ময়িা এর ছলেে মোঃ মোজ্জামলে হোসনে (৩২), নড়াইল জলোর কালয়িা থানার পারবুমভাগ গ্রামরে মুনজলি শখে এর ময়েে মোছাঃ পারভীন শখে (৩০), ঢাকা জলোর লালবাগ থানার কামরাংঙ্গরিচড় গ্রামরে মোঃ বাবুল এর স্ত্রী মোছাঃ রুমা (৩০), চট্টগ্রাম জলোর বুচপুর থানার জলন্তী গ্রামরে মোঃ শরাফত আলী’র ছলেে মোঃ শাহ আলম (২৫), সাতক্ষীরা জলোর সদর থানার ফংড়ী গ্রামরে মৃত গোপাল রায় চৌধুরী’র ছলেে শ্রী মন্টিু রায় চৌধুরী (৩২) একই জলোর আশাশুনি থানার ঝাটকিাটা গ্রামরে ভরৈব চন্দ্র সরকাররে ছলেে গোবন্দি সরকার (২৭), যশোর জলোর র্শাশা থানার বড়কলনি গ্রামরে মৃত রবউিল হোসনেরে ছলেে মোঃ শুকুর আলী (৩০), মোঃ শুকুর আলী’র স্ত্রী মোছাঃ জান্নাতুল ফরেদৌস (২২) এবং ছলেে মোঃ জোনায়দে হোসনে (০৫)।
তিনি আরো জানান, আটককৃত বাংলাদশেী নাগরকিদরেকে অবধৈভাবে ভারত হতে বাংলাদশেে প্রবশে করার অপরাধে পাসর্পোট অধ্যাদশে ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝনিাইদহ জলোর মহশেপুর থানায় মামলা দায়রে ও সোর্পদ করার র্কাযক্রম প্রক্রয়িাধীন রয়ছে।