ঝিনাইদহে ইনভেস্টমেন্ট কম্পোনেন্ট ফর ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্টের অবহিত করণ সভা অনুষ্ঠিত
এম হাসান মুসা, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা পর্যায়ে ইনভেস্টমেন্ট কম্পোনেন্ট ফর ভালনারেবল গ্রæপ ডেভেলপমেন্ট (আইসিভিজিডি)এর অবহিত করণ সভা অনুষ্টিত হয়েছে।
সোমবার মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডবিøউএফপি) এর কারিগরী সহযোগিতায় বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আইসিভিজিডি প্রকল্পটি বাংলাদেশ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর অন্তর্ভুক্ত একটি প্রকল্প।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর ঝিনাইদহ মোছা: নিলুফার রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবি কালু,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, রেশমা খানম,উত্তরণ এনজিও প্রোগ্রাম ম্যানেজার খন্দকার ইয়াসিন বিল্লাহ ও ট্রেনিং অফিসার ত্রিদীপ কুমার।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তাদের প্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগন,স্থানীয় সাংবাদিক ও সুভিধা বঞ্চিত মহিলাগন।