ঝিনাইদহে ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব-৬
ঝিনাইদহের চোখ-
০৪ অক্টোবর ২০২১ তারিখ ১৬.৪০ ঘটিকার সময় র্যাব-৬ (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন নাকোইল বাজার এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে অভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন নাকোইল বাজারস্থ নাকোইল শাখা ডাকঘর (ডিজিটাল ডাকঘর) এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে আসামী মোঃ টুকু মিয়া (২১), পিতা- মোঃ পিকুল মিয়া, সাং-শেখড়া গোপালপুর, থানা-শৈলকুপা, জেলা- ঝিনাইদহকে গ্রেফতার করে।
এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রফতারকৃত আসামীর হেফাজত হতে ১৭০(একশত সত্তর) পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৮৪০/-(আটশত চল্লিশ) টাকা এবং ০২টি সীমকার্ডসহ ০২টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করে। গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায় হস্তান্তর করতঃ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।