ঝিনাইদহ শৈলকুপায় বিশ্ব পরিযায়ী পাখি দিবসে সচেতনতামূলক সভা
এম হাসান মুসা, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
“পাখির মতো গান গাই, উড়ে যাই সুউচ্চ দিগন্তে” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত হয়েছে।
আজ শনিবার বেলা ১২টায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে বন্যপ্রানী ব্যবস্থাপনা ও পরিকল্পনা বিভাগ এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে নানান কর্মসূচি পালিত হয়।কর্মসূচির মধ্যে ছিল মুক্ত আলোচনা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ।
বিশ্ব পরিযায়ী পাখি দিবস উপলক্ষে সচেতনতামূলক মুক্ত আলোচনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ এস এম জহির উদ্দিন আকন পরিচালক বন্যপ্রানী অপরাধ দমন ইউনিট, প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন,নির্মল কুমার পাল বিভাগীয় বন কর্মকর্তা খুলনা ,সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পার্থ প্রতীম শীল,বিষেশ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভইস চেয়ারম্যান জহিদুন্নবি কালু,বিভাগীয় বন কর্মকর্তা যশোর,উপজেলা কৃষি কর্মকর্তা আকরাম হোসেন, প্রেসক্লাব সভাপতি এম হাসান মুসা,আব্দুর রজ্জাক সভাপতি আশুরহাট পাখি সংরক্ষন সমিতি। অনুষ্ঠান টি পরিচালনা করেন মফিজুর রহমান চৌধুরী মৎস্য বিশেষজ্ঞ। অনুষ্ঠানে বিভিন্ন পাখি সংরক্ষন স্বেচ্ছাসেবকগন বক্তব্য রাখেন।