ঝিনাইদহ শৈলকুপায় কম্বাইন হার্ভেস্টার মেশিন-সার ও বীজ বিতরণ
এম হাসান মুসা, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনইদহের শৈলকুপায় কৃষকদের মধ্যে কম্বাইন হার্ভেস্টার মেশিন সার ও বীজ বিতরণ করা হয়েছে।
দ্রুত আমনধান ধান ঘরে তুলতে সরকারি ভর্তুকির কম্বাইন হার্ভেস্টার মেশিন কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে এ মেশিন প্রদান করেন ঝিনাইদহ ১ শৈলকুপা আসনের সংসদ সদস্য আব্দুল হাই ।
উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেফালী বেগম,উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবি কালু , কৃষি কর্মকর্তা আকরাম হোসেন প্রমুখ।
কৃষি কর্মকর্তা আকরাম হোসেন কৃষকদের উদ্বুদ্ধ করতে মেশিনে ধান কাটার বিভিন্ন সুবিধা তুলে ধরেন। অল্প সময়ে সহজেই ধান কাটার এই প্রযুক্তি পেয়ে উৎফুল্ল কৃষকরা।
হারভেস্টার প্রতিটি মেশিনের মূল্য ২৯ থেকে ৩০ লাখ টাকা। এরমধ্যে সরকার ১৩ লাখ টাকা ভর্তুকি প্রদান করেছে। প্রথম দফায় একটি হার্ভেস্টার মেশিন প্রদান করা হয়েছে।
দ্বিতীয় দফায় আরও দুটি মেশিন প্রদান করা হবে। এছাড়াও শৈলকুপা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকদের মাঝে ডালবীজ,সরিষাবীজ ও সার প্রদান করা হয়।