ঝিনাইদহ শৈলকুপায় পুকুরে বিষ দিয়ে লাখ টাকার মাছ নিধন
এম হাসান মুসা, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের শৈলকুপায় এক মৎস্যচাষির পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে এক লাখ টাকার মাছ মারা গেছে বলে মৎস্যচাষি মাসুদ রানা দাবি করেন।
এ ঘটনায় বুধবার ওই মৎস্যচাষি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। উপজেলার ষষ্টিবর গ্রামে তার লিজকৃত পুকুরে এ ঘটনা ঘটে।
অভিযোগে জানা যায়, উপজেলার ষষ্টিবর গ্রামের মৎস্যচাষি মাসুদ রানা একই গ্রামে ৪৪ শতকের একটি পুকুর লিজ নিয়ে রুই , কাতল, মৃগেল, তেলাপিয়া, জাপানিসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছেন। মঙ্গলবার দিবাগত রাতে কোনো এক সময় পুকুরে বিষ (গ্যাস ট্যাবলেট) প্রয়োগ করে দুর্বৃত্তরা। পরে সকাল ৭টার দিকে পুকুরের মাছ মরে ভেসে উঠতে থাকে। স্থানীয়রা দেখতে পেয়ে বিষয়টি মৎস্যচাষি মাসুদ রানাকে অবগত করেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।