যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ৮১ হাজার ৪৩০ জন
ঝিনাইদহের চোখ-
যশোর শিক্ষাবোর্ডের অধীনে এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় মোট ১ লাখ ৮১ হাজার ৪৩০ জন পরীক্ষার্থী অংশ নিবে।
দেশের অন্যান্য শিক্ষাবোর্ডের মতো আগামীকাল রোববার (১৩ নভেম্বর) থেকে যশোর শিক্ষাবোর্ডেও এসএসসি পরীক্ষা শুরু হবে।
এ শিক্ষাবোর্ডের অধীনে ১০ জেলায় ৯২ হাজার ৪৪২ জন ছাত্র এবং ৮৮ হাজার ৯৮৮ জন ছাত্রী এ পরীক্ষায় অংশ নেবে এবং ২৯১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জেলাগুলো হচ্ছে- যশোর, নড়াইল, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট।
যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বোর্ড কর্তৃপক্ষ শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত এবং পরীক্ষাকেন্দ্রগুলো নকলমুক্ত করার জন্য সর্বাতœক ব্যবস্থা গ্রহণ করেছে।
নড়াইলের লক্ষীপাশা-লোহাগড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে,এম রেজাউল ইসলাম বলেন,পরীক্ষায় যে কোন ধরনের অসদুপায় অবলম্বন থেকে বিরত থাকার জন্য আমরা পরীক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করেছি।