ক্যাম্পাস
ঝিনাইদহে এইচএসসি পরীক্ষার্থীদের করোনার টিকা দেওয়া শুরু
ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। আজ সকালে সদর পৌরসভার সম্মেলন কক্ষে ফাইজারের টিকা প্রদাণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মজিবর রহমান।
সেসময় পুলিশ সুপার, সিভিল সার্জনসহ স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ সিভিল সার্জন ডঃ সেলিনা বেগম জানায়, আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের করোনার সংক্রমন থেকে দুরে রাখতে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে।
আজ থেকে এ কর্মসূচী চলবে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত। প্রথম দিনে সদর উপজেলার ৮ টি কলেজের ২ হাজার ৫’শ ২৮ জন শিক্ষার্থীদের টিকা প্রদাণ করা হচ্ছে। টিকা দেওয়ায় খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা।