টপ লিডহরিনাকুন্ডু

ঝিনাইদহ হরিণাকুন্ডে কথাকাটাকাটির জেরে মারামারিতে আহত ২৬

এইচ মাহবুব মিলু, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ও পুরাতন শত্রুতার জেরে মারামারিতে আহত ২৬ আহত হয়েছে।

জানাযায়, আজ সকাল ৭টার দিকে ৮ নং ওয়ার্ড শ্রীফলতলা বাজার এলাকার চায়ের স্টলে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে আওয়ামীলীগ প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের মাস্টারের সমর্থকদের সাথে একই ইউনিয়নের সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বসির উদ্দীনের সমর্থকদের মধ্যে মারমারি বাধে। একপর্যায়ে উভয়পক্ষ বাশের লাঠি ও ইট পাটকেল ব্যবহার করে বলে জানিয়েছে এলাকাবাসি ।
এ ঘটনায় তিন(৩) নারী সহ ২৬ জন আহত হয়েছে বলে জানাগেছে। বর্তমানে আহতরা হরিনাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

আহতরা হলেন, মনছের লস্করের পুত্র মিল্টন হোসেন(২৩), আশরাফুল উদ্দীন পুত্র মেহেদী হুসাইন (৩৫),মৃত মুজিবুর লস্কারের ছেলে টক্কের আলী(৫৫),মৃত ওমেদ আলীর পুত্র লতিফ হোসেন(৪৫),রেজাউল করিমের পুত্র রাজু আহামেদ (২৬), আজিজ লস্কারের পুত্র আলামিন হোসেন (২৮), মুকাদ্দেস এর পুত্র রকিবুল ইসলাম (৩০),মৃত খিলাফত লস্করের পুত্র জালাল লস্কর (৪৫), সোহরাব হোসেনের পুত্র নাজমুল আলী (৩৮), ঝন্টু লস্করের পুত্র শরিফুল লস্কর (৪০), আনোয়ার হোসেন পুত্র রেজাউল করিম (৫০),মৃত আফছার হুসাইনের পুত্র আজিজুর লস্কর(৫১),তফছের লস্করের পুত্র জামাল হোসেন (২৮),আনোয়ার লস্করের পুত্র দাদুল লস্কর (৫৫),মোঃ হারুন লস্করের পুত্র তরিকুল ইসলাম (২৫),মোঃ মৃত আনোয়ার লস্করের পুত্র ইমদাদুল হক( ৬০), ঝন্টু লস্করের পুত্র শরিফুল লস্কর (৫০),মৃত উমেদ আলী পুত্র বিশারত লস্কর (৪০),পিতা মতিয়ার লস্করের পুত্র মনিরুল ইসলাম (৩৫),মৃত খিলাফত পুত্র জালাল লস্কর(৫০),মৃত আফসার উদ্দীন লস্কর আইয়ুব আলী(৫২),মৃত মুজিবুর লস্করের পুত্র মুনতাজ আলী(৫০),মৃত ওমেদ আলী লস্করের পুত্র লতিফ লস্কর (৫০),স্বামী আরশাফ লস্কর স্ত্রী আইনুর নাহার (৫০),মৃত ক্ষয়বার লস্করের স্ত্রী খাদিজা খাতুন (৫৫) মনছের লস্কর স্ত্রী ফায়িমা খাতুন (৫০)।

এ ঘটনায় হরিনাকুন্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুর্ব শত্রুতার জের ধরে এধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। এছাড়া বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button