
ঝিনাইদহের চোখ-
ভারত থেকে অবৈধভাবে ঝিনাইদহ সীমান্ত অতিক্রমকালে দুই জনকে আটক করেছে ৫৮ বিজিবি।
৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মোঃ তারেক জানান, আজ ভোরে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পারগোপালপুর গ্রামের মেহগনি বাগান থেকে দুই বাংলাদেশীকে আটক করেছে বিজিবি। অবৈধভাবে ভারত হতে বাংলাদেশ প্রবেশ করার অপরাধে তাদের আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন গোপালগঞ্জ জেলার সদর থানার বৈলতৈল গ্রামের মিহির বিশ্বাসের ছেলে সুমন বিশ্বাস (২৭) এবং সাথে তার স্ত্রী সম্পা বিশ্বাস (২২)।
তিনি আরো জানান, আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশ প্রবেশ করার অপরাধে ঝিনাইদহের মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।