ঝিনাইদহে অটিজম ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় মুসা মিয়া বুদ্ধি বিকাশ বিদ্যালয়ের সাফল্য
ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহে অটিজম, বুদ্ধি প্রতিবন্ধি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা-২০২১ মুসা মিয়া বুদ্ধি বিকাশ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা দাপটের সাথে সাফল্য পেয়েছে। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ ক্রিড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
মুসা মিয়া বুদ্ধি বিকাশ বিদ্যালয় সূত্রে জানা যায়, খ বিভাগ-১০০ মিঃ দৌড়ে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেছে যথাক্রমে পান্না আক্তার ও বারী অংকন । অন্যদিকে, সফট বল নিক্ষেপেও প্রথম স্থান দখল করে নেয় বিদ্যালয়ের পান্না আক্তার।
গ বিভাগে- বিস্কুট দৌড় দ্বিতীয় হন আঁচল, গজলে তৃতিয় স্থানের অদিকার করেন সজিব।
চিত্রাংকন প্রতিযোগীতায় প্রথম স্থান অর্জন করে সজিব, নৃত্যকলা ইভেন্টে প্রথম ও দ্বীতিয় হন যথাক্রমে ঝুমুর ও সজিব, গানে দ্বিতীয় স্থান দখল করে নেয় মুহতাসিন অংকন এবং যেমন খুশি তেমন সাজ ইভেন্টে দ্বিতীয় হয় সাবিক মাহবুব।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল লতিফ শেখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোঃ জয়নাল আবেদীন, ।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান।