জানা-অজানাটপ লিডমাঠে-ময়দানে

আইজিপি কাপ যুব কাবাডিতে ঝিনাইদহ মেয়েরা চ্যাম্পিয়ন

ঝিনাইদহের চোখ-
‘আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি-২০২১’ এর চূড়ান্তপর্বে ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে মৌলভীবাজার জেলা। অন্যদিকে মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ঝিনাইদহ জেলা।

মেয়েদের বিভাগের ফাইনালে ফেভারিট নড়াইল জেলাকে ২৫-১৯ পয়েন্টে হারিয়ে শিরোপটা জিতে নেয় ঝিনাইদহ জেলা। ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত নৈপূণ্য দেখায় ঝিনাইদহ জেলা। শেষপর্যন্ত দারুণ ধারাবাহিকতা দেখায় দলটি। প্রথমার্ধে ১৪-১২ পয়েন্টে এগিয়ে ছিল ঝিনাইদহ। চূড়ান্ত পর্বে নিজেদের প্রথম ম্যাচে ঝিনাইদহ জেলা দলকে ৫৭-২০ পয়েন্টে হারিয়েছিল নড়াইল জেলা। সে হারের বদলা নিয়ে শিরোপা উল্লাস করলো ঝিনাইদহের মেয়েরা।

ছেলেদের বিভাগে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের ওজুয়ান মারমা। নারী বিভাগে সেরা হয়েছেন ঝিনাইদহ জেলার আঞ্জুমান আরা রাত্রি। ছেলেদের বিভাগে সেরা রেইডার হয়েছেন মৌলভীবাজারের মো. যুবায়ের। মেয়েদের বিভাগে সেরা রেইডার নড়াইলের ছন্দা। ছেলেদের বিভাগে সেরা ডিফেন্ডার মৌলভীবাজারের তাজউদ্দিন। আর মেয়েদের বিভাগে ঝিনাইদহের সুমাইয়া সেরা ডিফেন্ডার হয়েছেন।

ফাইনাল শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, এমপি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button