ঝিনাইদহ শৈলকুপার স্বপন হত্যা মামলার অন্যতম আসামী গ্রেফতার
ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় নিহত মেহেদি হাসান স্বপন হত্যার অন্যতম আসামী আসাদকে গ্রেফতার করেছে ঝিনাইদহ র্যাব-৬। সোমবার রাতে শৈলকুপা উপজেলার সারুটিয়া গ্রাম থেকে আসাদ আলী (২৫) কে গ্রেফতরা করা হয়।
প্রধান আসামী আসাদ নিহত’র আপন চাচাতো ও সারুটিয়া গ্রামের পান্নু মন্সির ছেলে।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে আসাদ পালিয়ে ছিল। র্যাব ছায়া তদন্ত শুরু করে আসাদের উপস্থিতি নিশ্চিত করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব জানায়, পারিবারিক, সামাজিক ও জমিজমা সংক্রান্তে দ্বন্দ্ব থাকায় মেহেদী হাসান স্বপন এর চাচাতো ভাই আসামী মোঃ আসাদ আলী অন্যান্য আসামীদের সহযোগীতায় পূর্ব পরিকল্পিত ভাবে দেশীয় ও অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে মেহেদী হাসান স্বপনকে গুরুতর জখম করে। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফরিদপুরে রেফার্ড করা হলে ২২ জানুয়ারি তার মৃত্যু হয়।