ক্যাম্পাস

সমাজ সেবায় এগিয়ে যেতে ঝিনাইদহে এসএসসি ৯৪ ব্যাচের অফিস উদ্বোধন

ঝিনাইদহের চোখ-
‘চির সবুজ ৯৪, চির অটুট ৯৪’ শ্লোগান নিয়ে সমাজ সেবায় এগিয়ে যেতে ঝিনাইদহে এস এস সি ৯৪ ব্যাচের অফিস উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার রাত ৮ টার দিকে শহরের হোসেন শহীদ সোহরাওয়ার্দি সড়কে মিলাদ মাহফিল ও কেক কেটে কার্যালয়ের উদ্বোধন করা হয়।

সেসময় এম এ লতিফ জাহেদী প্রজ্বল, মীর ফজলে এলাহী শিমুল, তানজির আহমেদ রনি, হাবিবুর রহমান শিনু, নাজমুর রশিদ এমরান, আসান ইবনে মোস্তাফিজ টিটু, মাহফুজুর রহমান পিন্টু , আব্দুস সবুর সহ ঝিনাইদহ জেলার এস এস সি ৯৪ ব্যাচের তিন শতাধীন বন্ধু উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে এম এ লতিফ জাহেদী প্রজ্বল বলেন, একতাই শক্তি একতাই বল। ৯৪ ব্যাচের সকল বন্ধু, বান্ধবী মিলে এক সাথে ছিলাম আছি, থাকবো। গেল কয়েক বছর মানুষের সহযোগীতা করেছি। ২০২০ সালের পর করোনাকালীন সময়ে দু-দফায় জেলার হতদরিদ্র সাত শতাধীক মানুষকে চাল, ডাল, তেল সহ খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া আর্থিক সহায়তা দেওয়া হয়েছে তিন শতাধীক মানুষকে।

বন্ধু মহলের অপর সদস্য মীর ফজলে এলাহী শিমুল বলেন, এসএসসি ৯৪ ব্যাচের বন্ধুদের মধ্যে চিকিৎসক, সরকারী-বেসরকারী চাকুরীজীবী, ব্যাবসায়ী রয়েছে। ইতোমধ্যে বন্ধুদের সকলের সহযোগীতায় জাহেদী ফাউন্ডেশনের তত্তাবধানে শহরের এলজিইডি মোড়ে ৭তলা বিশিষ্ট একটি মসজিদের নির্মান কাজ চলমান রয়েছে। বিভিন্ন সময় চিকিৎসা সহায়তা দেওয়া হয়ে থাকে।

আগামীতে বন্ধু মহলের উদ্দোগে সকল সমাজ সেবামুলক প্রতিষ্ঠানকে সাথে নিয়ে কাজ করা হবে। এর আগে সন্ধ্যায় দেশ জাতির মঙ্গল কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button