ফেসবুকে স্ট্যাটাস দেখে ঝিনাইদহে অসহায় ভ্যান চালককে ভ্যান প্রদান
এম হাসান মুসা, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের শৈলকুপা পৌর এলাকার মজুমদার পাড়ার ছরোয়ার শেখের পূত্র জয়নাল শেখ। পেশায় ভ্যান চালক। একমাত্র আয়ের উৎস ভ্যানটি কয়েকদিন আগে চুরি হয়ে যায়।
দরিদ্র ভ্যান চালক জয়নাল শেখ জানান, ভ্যানটিই ছিল আমার একমাত্র আয়ের উৎস। সারাদিন ভ্যান চালিয়ে যে আয় হতো তা দিয়েই চলতো আমার সংসার। একমাত্র আয়ের উৎস ভ্যানটি হারিয়ে সে অসহায় অবস্থায় দ্বারে দ্বারে ঘুরতে থাকে। বিষয়টি শৈলকুপা প্রেসক্লাবে এসে সাংবাদিকদের জানালে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার করুণদশা তুলে ধরে তারা। উক্ত পোস্টটি সাবেক চেয়ারম্যান আবুল হোসেন বিশ্বাসের নজরে আসলে তিনি নিজ উদ্যোগে একটি নতুন ভ্যান কিনে তাকে প্রদানের আগ্রহ প্রকাশ করেন। ভ্যানটি পেয়ে আমার যে কী উপকার হলো তা আমি বাষায় প্রকাশ করতে পারবো না।
আবুল হোসেন বিশ্বাস জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্টটি দেখে পাখি ভ্যান কিনে তাকে দিয়েছি। একটু উপকারও যদি হয়ে থাকে তাতেই আমি খুশি। আমাদের সবাইকেই অসহায়দের পাশে দাঁড়ানো উচিৎ। আল্লাহ তার ভালো করুক।
এ সময় আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।