টপ লিডশৈলকুপা

কিশোর গ্যাং ঠেকাতে শৈলকুপা পুলিশের ব্যাতিক্রমী উদ্যগ

ঝিনাইদহের চোখ-
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে চুরি,ছিনতাই ও ডাকাতিসহ নানা অপকর্ম ঠেকাতে ব্যাতিক্রম উদ্যোগ নিয়েছে শৈলকুপা থানা পুলিশ। আজ থেকে রাত ১১টার পর থেকে শৈলকুপা থানা এলাকার মধ্যে একা বা সংঘবদ্ধ ভাবে বাড়ীর বাহিরে রাস্তাঘাটে ও বাজারে বিনা প্রয়োজনে ঘুরাঘুরি করা সম্পন্ন নিষিদ্ধ ঘোষণা করেছে শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম । যদি কেউ অযথা সন্দেহজনক ভাবে রাতে আড্ডা বা ঘুরাঘুরি করে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণের কথা জানান তিনি।

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ আমিনুল জানান, উঠতি বয়সী কিশোর এরা মাদকাসক্ত হয়ে পড়েছে। তারা মাদকের টাকা জোগাড় করতে বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে। সংঘবদ্ধ ভাবে এরা রাতে বের হয়। সারারাত মোবাইল,টিউবওয়েল, ইজিবাইকের ব্যাটারীসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিচ্ছে। যেকারণে রাতে সকল জনসাধারণের বিনা প্রয়োজনে বাহিরে ঘুরাঘুরি নিষিদ্ধ করা হয়েছে। যদি কেউ এই নির্দেশ অমান্য করে তাহলে তাদের আইনের আওতায় আনা হবে।

তিনি আরো জানায়, যদি সকলে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয় তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে ও নানা অপকর্ম অনেকটা রোধ করা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button