ঝিনাইদহ পল্লীতে দুই মাদক কারবারিকে জেল
আব্দুল্লাহ আল মামুন, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের পল্লীতে আলমগীর মালিতা (৩২) ও নাজমুল হোসেন (২৩) নামে দুজন মাদক কারবারীকে ৬মাস ও ৭ দিনের কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমাবার বিকালে সদর উপজেলার হলিধানী বাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমী, দুজনেরক ৬মাস ও ৭ দিনের বিনাশ্রম কারান্ডাদেশ দেন।
মাদক ব্যবসায়ি আলমগীর মালিতা সদর উপজেলার হলিধানী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের শাহা মালিতার ছেলে এবং মাদক সেবানকারী নাজমুল হোসেন একই ইউনিয়নের সোনারদাইড় গ্রামের মিলন হোসেনের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হলিধানী বাজারে চোরা গলিতে অভিযান পরিচালনা করে কাতলামারী ক্যাম্পের পুলিশ। এসময় মাদক বিক্রয় কারী আলমগীর ও মাদক সেবনকারী নাজমুলকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। সেসময় তাদের থেকে কিছু মাদক জব্দ করা হয়। এরপর ঘটনাস্থলেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় আলমগীরকে ৬ মাস এবং নাজমুলকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক শারমিন আক্তার সুমী।
উল্লেখ্য, কাতলামারী পুলিশ ক্যাম্পের এই মাদকঅভিযান অব্যহত থাকবে বলে জানান ক্যাম্পের এ. এস. আই জালাল উদ্দীন।