হরিনাকুন্ডতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
এইচ মাহবুব মিলু, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের হরিনাকুন্ডতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল বালিকা অনুর্ধ্ব-১৭ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
ক্রীড়া সংস্থার মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে অনুষ্ঠিত খেলার উদ্বোধন করেন(টুর্নামেন্টের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা এর অনুপস্থিতিতে) সহকারী কমিশনার ( ভূমি) সেলিম আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) সেলিম আহমেদ এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম, পৌরসভার মেয়র ফারুক হোসেন, উপজেলা কৃষি অফিসার হাফিজ হাসান, ইউপি চেয়ারম্যান মনজুর রাশেদ, কামাল হোসেন, শরাফত দৌলা ঝন্টু, বসির উদ্দীন, যুব উন্নয়ন কর্মকর্তা বেল্লাল হোসেন, ক্রীড় সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও স্কুলের প্রধান শিক্ষক বৃন্দ।
এই টুর্ণামেন্টে উপজেলার ৮টি ইউনিয়ন এবং পৌরসভা ফুটবল দল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
আগামী ১৬ মে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী খেলায় তাহেরহুদা ইউনিয়ন পরিষদ একাদশ ৩-০ গোলে কাপাশাটিয়া ইউনিয়ন পরিষদ একাদশকে হারিয়ে পরবর্তী খেলায় উত্তীর্ণ হয়।