জানা-অজানাটপ লিড

চার মাসে ডায়রিয়ায় আক্রান্তে ঢাকার পরেই ঝিনাইদহ

ঝিনাইদহের চোখ-

সারাদেশে গত চার মাসে ৬ লাখ ৭৭ হাজার ৯৪৪ জন মানুষ ডায়রিয়ায় আক্রান্ত ও আটজনের মৃত্যু হয়েছে।

শনিবার (২১ মে) রা‌তে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের এপ্রিলে সবচেয়ে বেশি ২ লাখ ১৫ হাজার ৩৩৩ জন ডায়রিয়ার আক্রান্ত হয়। তার আগের মাসে (মার্চ) আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ৭০ হাজার ২৩৭ জন। সবমিলিয়ে গত ৪ মাসে ডায়রিয়ার আক্রান্ত হয়েছে ৬ লাখ ৭৭ হাজার ৯৪৪ জন।

জেলার হিসা‌বে গত ৪ মাসে ঢাকায় সবচেয়ে বেশি ২৭ হাজার ৩৪৩ জন ডায়রিয়ার আক্রান্ত হয়েছে। এরপরেই রয়েছে ঝিনাইদহ। এ জেলায় ২৩ হাজার ৩৩০ জন আক্রান্ত হয়েছেন। এ ছাড়া সবচেয়ে কম ১ হাজার ৫৮১ জন আক্রান্ত হয়েছে লালমনিরহাট জেলায়।

মৃত্যু আটজনের মধ্যে ময়মনসিংহ জেলায় বেশি মৃত্যু হয়েছে। এই জেলায় মারা গেছে তিনজন। কক্সবাজার জেলায় মারা গেছে দুজন। লক্ষ্মীপুর, বান্দরবান ও সুনামগঞ্জ জেলায় একজন করে মারা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button