হরিনাকুন্ডু

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে হরিনাকুন্ডুতে বিক্ষোভ

মাহবুব মুরশেদ শাহীন, হরিনাকুন্ডু, ঝিনাইদহের চোখ-
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডুতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (৪ জুন) বিকেলে বিক্ষোভ মিছিলটি উপজেলার দোয়েল চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃমশিউর রহমান জোয়ার্দার,সাধারন সম্পাদক মোঃরবিউল ইসলাম,সহ সভাপতি টানু মল্লিক, যুগ্নসাধারন সম্পাদক অধ্যক্ষ শরিফুল ইসলাম, পৌর মেয়র ফারুক হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি জুয়েল রানা সেচ্ছাসেবকলীগের আহবায়ক ফিরোজ সালাউদ্দিন, ছাত্রলীগের আহবায়ক মোঃরিগ্যান আলি, কৃষকলীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকি শিলু, প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন সব বাঁধা উপেক্ষা করে দেশের উন্নয়ন করছেন, ঠিক তখনই স্বাধীনতাবিরোধী শক্তি আবারও সে উন্নয়ন থামিয়ে দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে। গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তারা। কিন্তু তাদের এ অপচেষ্টা কখনই সফল হতে দেবে না বাংলাদেশ আওয়ামী লীগ।

এ সময় তারা আরও বলেন, এখন থেকে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ মাঠে থাকবে এবং কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

প্রধানমন্ত্রীর পাশে থেকে ঐক্যবদ্ধ হয়ে সব অপশক্তি মোকাবিলা করা হবে।

প্রসঙ্গত, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল উচ্চারণ করেছে ‘পঁচাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ স্লোগানটি। এরপরই এ স্লোগান ঘিরে শুরু হয় তীব্র সমালোচনা। এরই প্রেক্ষিতে আজ প্রতিবাদ সমাবেশ করেছে হরিণাকুন্ডু উপজেলা আওয়ামী লীগ।
ছবি সংযুক্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button