মহেশপুর পৌরসভায় ২৩ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা
ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের মহেশপুর পৌর সভার ২৩ কোটি ৭ লাখ ১৩ হাজার ৬১৩ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় মহেশপুর পৌর সভার হল রুমে পৌর মেয়র আব্দুর রশিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ২০২২-২০২৩ অর্থ বছরের ২৩ কোটি ৭ লাখ ১৩ হাজার ৬১৩ টাকার বাজেট ঘোষনা করা হয়।
বাজেটের পেশ করেন পৌর সভার প্রধান হিসাব রক্ষক আতিয়ার রহমান।
বাজেটে সরকারী অনুদান, পৌর এলাকার উন্নয়ন কাজের অনুদান, গুরুত্বপূর্ন উন্নয়ন প্রকল্পের সহায়তা, স্থানীয় ভাবে আদায়কৃত রাজস্ব হতে আয় ধরা হয়েছে ২৩ কোটি ৭ লাখ ১৩ হাজার ৬১৩ টাকা এবং একই সময় বিভিন্ন খাতে সমপরিমান টাকা ব্যয় ধরা হয়েছে।
বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশলী সোহেল রানা, মহেশপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কুমার কুন্ডু, প্রকৌশলী মিজানুর রহমান,পৌর কাউন্সিলর আলী হাফিজ, আব্দুস সালাম,রুহুল আমিন মিন্টু,হাবিবুর রহমান,কাজি আতিয়ার রহমান,আবুল হাসেম পাঠান,বাবুল মিয়া,জাহাঙ্গীর আলম প্রমূখ।