হরিণাকুণ্ডুতে ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রনে মাঠে ভ্রাম্যমান আদালত
এইচ মাহবুব মিলু, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
হরিণাকুণ্ডুতে বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালতে জরিমানা করলেন এসিল্যান্ড তানভীর হোসেন
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রনে মাঠে নেমেছেন সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন।
বৃহস্পতিবার বিকালে পৌরসভাধীন হরিণাকুণ্ডু বাজার সহ পার্বতীপূর বাজারে সয়াবিন তেলের বাজার মূল্য নিয়ন্ত্রনে আনতে মনিটরিং,ও সতর্কীকরণ সহ ভ্রাম্যমান আদালত পরিচালোনা করে জরিমানা করলেন তিনি।
এসময় হরিণাকুণ্ডু বাজার এলাকায় সরকার নির্ধারিত মূল্যে সয়াবিন তেল বিক্রয় না করে অধিক মূল্যে বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ সহ বিভিন্ন ধারায় মেসার্স পাল স্টোরের মালিক শ্রী মনোরঞ্জন পালকে তিন হাজার(৩০০০/-) টাকা জরিমানা করেন তিনি।
সহকারী কমিশনার(ভূমি) এর সাথে ছিলেন সার্টিফিকেট সহকারী রাসেল আহম্মেদ।
ভ্রাম্যমান আদালত পরিচালোনা কাজে থানা পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালোনা কালীন সময়ে সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের সতর্ক করে বলেন ভোক্তাদের অধিকার সংরক্ষণে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন, সরকার নির্ধারিত মূল্যের অধিক বিক্রয় করলেই আইনের আওতায় আনা হবে তাদের।