মৎস্য সপ্তাহ উপলক্ষে শৈলকুপায় সাংবাদিকদের সাথে মতবিনিময়
এম হাসান মুসা, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” শ্লোগানে ঝিনাইদহের শৈলকুপায় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। ২৩ জুলাই থেকে শুরু হওয়া মৎস্য সপ্তাহ চলবে ২৯ জুলাই পর্যন্ত।
মৎস্য সপ্তাহ উপলক্ষে শৈলকুপা উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে সাংবাদিকদের সাথে শনিবার দুপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মৎস্য কর্মকর্তা মোঃ ফারুক মহলদার, শৈলকুপা প্রেসক্লাব সভাপতি এম হাসান মুসা, সাধারণ সম্পাদক শাহীন আক্তার পলাশ সহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জানানো হয়, উপজেলার ভেতর দিয়ে প্রবাহিত কুমার নদে দেশী মাছ রক্ষায় নানা উদ্যোগ নেয়া হয়েছে। অবৈধ চায়না জালের বিরুদ্ধে অভিযান অব্যহত রয়েছে। এ বিষয়ে এলাকার বাসিন্দাদের সচেতনতার উপর গুরুত্ব আরোপ করা হয়।
শৈলকুপায় কন্যাদহ বিল সহ বেশ কিছু বিল-জলাশয় সরকারী উদ্যোগে খননের কাজ চলছে। মাছ চাষের জন্য চাষীদের প্রশিক্ষণ ও তাদের সুযোগ-সুবিধা দেয়ার কথা জানানো হয়। উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ প্রক্রিয়া চলছে। মত বিনিময় সভায় সাংবাদিকদের পাশাপাশি উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য চাষীগন উপস্থিত ছিলেন।