মহেশপুর

মহেশপুর বিজিবি’র ফ্রী মেডিকেল ক্যাম্প

ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ জীবননগর,উথলী এবং নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তবর্তী ১৭টি গ্রামের অসহায় হতদরিদ্র জনসাধারণের মাঝে স্বাস্থ্য সেবা প্রদানের জন্য মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল থেকে ৯টা হতে ১টা ঘটিকা পর্যন্ত জীবননগর ডিগ্রী কলেজ মাঠে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল শাহীন আজাদ,বিপিএম,এর সভাপতিত্বে মেজর তসলিম মোঃ তারেক, পদাতিক এবং সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়।

৫৮বিজিবি এর সার্বিক ব্যবস্থাপনায় মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ রাজিবুল হাসান রিমন চিকিৎসা সেবা প্রদান করেন।

ক্যাম্পেইনে সীমান্তবর্তী ১৭টি গ্রামের ৪৫ জন পুরুষ এবং ৭৩ জন মহিলাসহ সর্বমোট ১১৮ জন হতদরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং ওষুধ বিতরণ করেণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button