শৈলকুপার কামারিয়া গ্রামে হামলার ঘটনায় গ্রেফতার ১
ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কামারিয়া গ্রামে ৮ বাড়িতে হামলা, ভাংচুর ও লুটের ঘটনায় পুলিশ বাবলু নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৩ আগস্ট) দুপুরে পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার বাবলুর বাড়ি রত্নাঘাট গ্রামে। এদিন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম কামারিয়া গ্রামে যান। যেসব বাড়িতে হামলা হয়েছে সেসব বাড়ি পরিদর্শন করেন এবং তাদের সঙ্গে কথা বলেন।
গ্রামের মন্দিরের সামনে এক সমাবেশে তিনি বলেন, ‘আপনার আতঙ্কিত হবেন না। পুলিশ আপনাদের পাশে আছে। আপনাদের নিরাপত্তা দেওয়া হবে। যারা ঘটনা ঘটিয়েছে তাদের গ্রেফতারে অভিযান চলছে। অপরাধীরা শাস্তি পাবে।’
সমাবেশে গ্রামবাসী ছাড়াও নবনির্বাচিত শৈলকুপা উপজেলা চেয়ারম্যান এম হাকিম আহমেদ, ধলহরাচন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত রবিবার রাতে শৈলকুপা উপজেলার হিন্দু অধ্যুষিত কামারিয়া গ্রামের ৮টি হিন্দু বাড়িতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভাঙচুর ও লুট করে। হামলায় আহতদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ১৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আর দুইজন চিকিৎসাধীন আছেন।