ক্যাম্পাস

শৈলকুপা দুঃখী মাহমুদ কলেজ শোক দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

রানা আহম্মেদ অভি, শৈলকুপা, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের শৈলকুপায় শেখপাড়া দুঃখী মাহমুদ কলেজে জাতীয় শোক দিবস ও জাতির পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ সময় কলেজের অধ্যক্ষ ও সকল শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন৷ আলোচনা সভায় শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বক্ত্যরা।

সোমবার (১৫ আগস্ট) সকাল সাড়ে নয়টায় উপজেলার শেখপাড়া দুঃখী মাহমুদ কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি প্রথম পর্ব কলেজের শহিদ মিনার প্রাঙ্গণ থেকে শোক র-্যালির মাধ্যমে শুরু হয়। পরবর্তীতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক দিয়ে শেখপাড়া বাজার প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব কলেজের হলরুম ১১০ নং কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও রচনা ও ভাষণ প্রতিযোগিতার বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উক্ত কলেজের অধ্যক্ষ আসাদুর রহমান শাহিন, আয়োজক কমিটির আহ্বায়ক ছিলেন আশরাফুল করিম। এসময় আরো উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মশিউর রহমান তাজু, সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, মতিয়ার রহমান, নিরুপমা নাজনীন লিসা, আশরাফুর ইসলাম, মঈন উদ্দিন, এম এ কবির, মাসুদুজ্জামান লিটন, হারিদুল ইসলাম, বিদ্যুৎ কুমার বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক শেখ মো. রবিউল ইসলাম লাভলু, পবিত্র কোরআন তেলাওয়াত করেন সহকারী অধ্যাপক মো. নাঈমুজ্জামান।

রচনা প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন মিম খাতুন, মুন্নি খাতুন, কেয়া খাতুন। ভাষণ প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন মিম খাতুন, এস এম সাব্বির ও সিয়াম আহম্মেদ।

এসময় কলেজের অধ্যক্ষ আসাদুর রহমান শাহিন বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের নেতাদের প্রেক্ষাপটে অদ্বিতীয়। আমাদের মধ্যে তার সেই নীতি আদর্শের চর্চা করতে হবে। তার আদর্শের অনুসারী হয়ে আমাদের জীবন গড়তে হবে। স্বপ্নের সোনার বাংলা গড়ার যে প্রত্যয় বঙ্গবন্ধু দেখছিলেন তা বাস্তবায়ন করতে হবে।

তিনি আরো বলেন, শোককে শক্তিতে রূপান্তর আমাদের এগিয়ে যেতে হবে। ১৫ আগস্ট রাতে শাহাদত বরণ করা বাঙালি জাতির পিতা ও মুজিবীয় পরিবার শহিদ বৃন্দ ও দেশের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করি। তাদের সৃষ্টিকর্তা জান্নাত প্রদান করুক এই কামনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button