হরিণাকুন্ডুতে মাদকদ্রব্য অপব্যবহার রোধে কর্মশালা অনুষ্ঠিত
এইচ মাহবুব মিলু, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সম্বন্বিত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন কর্মশালার প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন।
কর্মশালাটিতে হরিণাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেনের সভাপতিত্বে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পেএসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ(ওসি) সাইফুল ইসলাম, হরিণাকুণ্ড পৌর মেয়র মোঃ ফারুক হোসেন, ,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জামিনুর রশিদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রকের সহকারী পরিচালক গোলাম মজুমদার ।
এছাড়াও বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, ইউপি সদস্যগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগনসহ বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সম্বন্বিত কর্মশালায় বক্তাগণ মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিষয়ে সকলেই ঐক্যমত পোষণ করেন।