শৈলকুপায় স্ত্রী হত্যার ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার
এম হাসান মুসা, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা থেকে ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী দিদাউর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে । আজ ভোরে উপজেলার চরিয়ার বিল গ্রাম থেকে দীর্ঘ ৮ বছর পর তাকে গ্রেফতার করে পুলিশ।
মামলার নথি সূত্রে জানা যায়, উপজেলার রাজনগর গ্রামের মৃত মোকলেচুর রহমানের ছেলে দিদাউর রহমানের সাথে একই উপজেলার দিগনগর গ্রামের তালেব বিশ্বাসের মেয়ে শীলা খাতুন (২৬) এর বিয়ে হয়। বিয়ের ৮ বছর পর ২০১২ সালে পারিবারিক কলহের কারনে স্বামী দিদাউর তার স্ত্রী শীলাকে গলা টিপে হত্যা করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার করে। হত্যার পর নিহত শীলার বাবা তালেব বিশ্বাস বাদী হয়ে শৈলকুপা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। তার নামে মামলা হওয়ায় সে পলাতক ছিল। দীর্ঘদিন আড়াই বছর মামলা চলার পর আসামী পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই ঝিনাইদহ বিজ্ঞ আদালত স্ত্রী হত্যার দায়ে স্বামী দিদাউরকে ফাঁসির আদেশ দেয় ।
এ ব্যাপারে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, বিশেষ অভিযান চালিয়ে স্ত্রী হত্যার দায়ে চরিয়ার বিল গ্রামে তার দ্বিতীয় শশুড় বাড়ি থেকে দিদাউরকে নামের এক ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী কে গ্রেফতার করেছে। তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।