ক্যাম্পাস
ঝিনাইদহ পলিটেকনিক ইন্সিটিটিউটে বিক্ষোভ-মানববন্ধন
ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহ পলিটেকনিক ইন্সিটিটিউটের ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছে। আজ দুপুর ১টায় কলেজের সামনে ৪ দফা দাবিতে তারা এ কর্মসূচী পালন করে।
এ সময় প্রথমে কলেজ ক্যাম্পাস থেকে ঝিনাইদহ-ঢাকা মহাসড়কে তারা বিক্ষোভ মিছিল বের করে। পরে কলেজ গেটে মানববন্ধন কর্মসুচী পালিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধনে ছাত্র-ছাত্রীরা বলেন, ৪ বছরের ডিপ্লোমা কোর্সকে ৩ বছর করা যাবে না, কারিগরি শিক্ষাব্যবস্থাকে আরো উন্নত করতে হবে, ডিপ্লোমা ইন ইন্জিনিয়ারদের জন্য পাবলিক বিশ্ববিদ্যালয় করতে হবে, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো সব ধরনের সুযোগ সুবিধা দিতে হবে।
এ সময় বক্তব্য রাখেন ইন্সিটিটিউটের ছাত্র রাশিদুল, তুহিন, আওলাদ, সাগর, আকাশ, মামুন, নাজমুলসহ অন্যান্যরা।