৫ দফা দাবিতে শৈলকুপা পিআইও অফিসে চলছে কর্মবিরতি
এম হাসান মুসা, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে ঝিনাইদহের শৈলকুপায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে (পিআইও) চলছে অর্ধদিবস কর্ম বিরতি।
গত সোমবার সকাল থেকে এ কর্মবিরতি শুরু হয়েছে। এতে করে পিআইও অফিসে উপজেলার বিভিন্নপ্রান্তের সেবাভোগী মানুষেরা সেবা নিতে এসে ভোগান্তির শিকার হচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, সকাল ১০টায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসের কর্মকর্তা-কর্মচারীরা কাজ বন্দ রেখে কর্মবিরতি পালন করছে। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে উক্ত অফিসে আসা সাধারণ মানুষ সেবা না পেয়ে ফিরে যাচ্ছে।
শৈলকুপা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ-হেল-আল-মাসুম বলেন,দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ কার্যকর হয়েছে প্রায় এক যুগ আগে। অথচ এর আওতায় কর্মরত জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের (পিআইও) জনবলকাঠামো ও নিয়োগবিধি এখনও অনুমোদন হয়নি। পদ দুটির আপগ্রেডেশন প্রস্তাবও পড়ে আছে মন্ত্রনালয়ে। ফলে ডিআরআরও-পিআইওরা কাঙ্খিত আর্থিক সুভিধা পাচ্ছেন না।
আগামী ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত তাদের এ কর্মবিরতি চলবে।