শৈলকুপা

শৈলকুপায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

মনিরুজ্জামান সুমন, শৈলকুপা, ঝিনাইদহের চোখ-
“সকল মানুষের ইচ্ছায় হোক, স্বেচ্ছায় রক্তদান” শ্লোগানে ঝিনাইদহের শৈলকুপায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ২০২২ পালিত হয়েছে।

শনিবার সকালে শৈলকুপা পাইলট উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি পালিত হয়। এসময় স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সেখানে রক্তের গ্রুপ নির্ণয় করতে আসেন।

কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ব্লাড ডোনার এসোসিয়েশন শৈলকুপা উপজেলা শাখা।

কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবকর পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ ব্লাড ডোনার এসোসিয়েশনের পরামর্শক ফজলুর রহমান, বাংলাদেশ ব্লাড ডোনার এসোসিয়েশনের পরামর্শক ডাঃ আমিরুল ইসলাম, কামরুল ইসলাম, গোলাম ফারুক ও ইব্রাহিম খলিল।

আরো উপস্থিত ছিলেন, ব্লাড ডোনার এসোসিয়েশন এর এডমিন খন্দকার আতিকুজ্জামান শাহিন, নির্মল কুমার দে, নাজমুল এইচ খান, নিঃস্বার্থ মমিন, মুখতার হুসাই, কবিরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান (টুটুল) ও ডিএম কলেজের সহযোগী অধ্যাপক ডক্টর হাবিবুর রহমান প্রমুখ।

এছাড়াও শৈলকুপা আঞ্চলিক কথা কওয়া গুষ্টি, দলিলপুর ব্লাড গ্রুপ ও রক্তদাতা সংঘসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button