টপ লিডহরিনাকুন্ডু

ঝিনাইদহে নিখোঁজের ৪ দিন পর কৃষকের লাশ উদ্ধার

মাহবুুব মিলু, ষ্টাফ রিপার্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহে হরিনাকুন্ডু উপজেলার রিশখালী গ্রামে নিখোঁজের ৪ দিনপর হাফিজুর রহমান হাফিজ (৪০) নামের এক কৃষকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবাব বিকেল সাড়ে ৫ টার দিকে ওই উপজেলার একটি বিল থেকে তার লাশ উদ্ধার কওর পুলিশ।

হাফিজুর রহমান রিশখালী গ্রামের সোহরাব হোসেনের ছেলে ও ৪ নং দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাবদার আলীর ভাতিজা।

সাবেক চেয়ারম্যান সাবদার আলীর জানান, গত ৫ অক্টোবর বুধবার রাত ৯ টার দিকে বাড়ী থেকে বের হয় সে। এরপর থেকে নিখোঁজ ছিল তিনি। পরে পরিবারের লোকজন খোঁজাখুজি করে না পেয়ে গত ৭ অক্টোবর নিহতে ভাই জাফিরুল ইসলাম বাদী হয়ে হরিনাকুন্ডু থানায় একটি সাধারন ডায়েরি করে। দুপুরে গ্রামের লোকজন ওই বিলে মাছ ধরতে যায়। সেসময় হাফিজুর রহমানের ব্যবহারিত একটি বাটন মোবাইল ফোন পায় তারা। মোবাইল ফোনটি পাওয়ার পর হাফিজুরের পরিবারকে জানায় তারা। ফোনটি হাফিজুর রহমানের বলে সনাক্ত করে পরিবার। এরপর সাবেক চেয়ারম্যান সাব্দার আলী গ্রামের ৫০ থেকে ৬০জন গ্রামবাসী নিয়ে ওই বিলে খোঁজাখুজি করে একপর্যায়ে মাটির নিচেই পুতে রাখা হাফিজুর রহমানের পা দেখতে পায় তারা। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় তার লাশ উদ্ধার করে। নিহতের ঘাড়ে ও পিঠে কোপের চিহ্ন পাওয়া গেছে। সাবেক চেয়ারম্যান আরোও জানায় পূর্ব শত্রুতার জের ধরে আমার ভাতিজাকে হত্যা করা হয়েছে। আমি এ হত্যাকান্ডের বিচার দাবী করছি।

হরিনাকুন্ডু থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, রিশখালীর বিলের মাঠে হাফিজুরের লাশ পুতে রাখা আছে। এমন খবরের ভিত্তিতে সেখানে গিয়ে তার লাশ উদ্ধার করে হরিনাকুন্ডু থানায় নেওয়া হয়েছে।
আগামীকাল সকালে ময়নাতদন্ত করার জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠনো হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button