শেখপাড়া ব্লাড ডোনার ক্লাবের নতুন কমিটি ঘোষনা

রানা আহম্মেদ অভি, শৈলকুপা, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের শৈলকুপায় বিনামূল্যে রক্তদান, ডোনার সংগ্রহ ও রক্ত সরবরাহের কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘শেখপাড়া ব্লাড ডোনার ক্লাব ঝিনাইদহ’ এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে রাকিবুল হাসান রাসেল এবং সাধারণ সম্পাদক হিসেবে মেহেদী হাসান সাকিব মনোনীত হয়েছেন।
শনিবার (১৫ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে, যা আগামী ১ বছরের জন্য কার্যকর থাকবে।
এছাড়াও কমিটিতে মুহাম্মদ নুরুজ্জামান কোয়েল, এ্যাড. মোস্তাফিজুর রহমান সোহেল, মো. আখতারুজ্জামান জাসেবসহ উক্ত ক্লাবের সাবেক সফল সভাপতি জে. এম.তৌফিক ও সাবেক সাধারণ সম্পাদক পল্লব হোসেনকে উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে সম্মানিত করা হয়েছে।
কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি মো. সাজিদ হাসান, সহ-সাধারণ সম্পাদক সাজ্জাতুস জুম্মা (সিহাব), সাংগঠনিক সম্পাদক মৃদুল ইসলাম, অর্থ সম্পাদক হাসিবুল হাসান শান্ত, দপ্তর সম্পাদক রায়হানুল করিম সাদ, রক্ত বিষয়ক সম্পাদক আমিনুর রহমান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মীর মোশতাক হোসাইন, প্রচার সম্পাদক হিসেবে মো. আমির হামজা ও মো. সজীব।