টপ লিডশৈলকুপা

শৈলকূপায় প্রতিপক্ষের হামলায় স্কুল ছাত্রের পা বিচ্ছিন্ন

মনিরুজ্জামান সুমন, শৈলকুপা, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক প্রতিপক্ষের অতর্কিত হামলায় সজীব বিশ্বাস (১৬) নামের এক স্কুল ছাত্রের পা বিচ্ছিন্ন করে দিয়েছে হামলাকারীরা। ঘটনাটি ঘটেছে উপজেলার নিত্যানন্দনপুর ইউনিয়নের ভবানিপুর মাঠের খালের ব্রীজের উপরে। সজীব নিত্যানন্দনপুর গ্রামের সুজন বিশ্বাসের ছেলে ও হাজী মোহাম্মদ শামসুদ্দিন বিশ্বাস নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে বলে জানা গেছে।

জানা যায়,নিত্যানন্দনপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মফিজ উদ্দিন বিশ্বাস এর সমর্থক নিত্যানন্দনপুর গ্রামের সজীব,রাব্বী ও আশিক মঙ্গলবার বিকালে ভবানিপুর মাঠের খালের ব্রীজের উপর বসে ছিল। এসময় নিত্যানন্দনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন বিশ্বাসের সমর্থক সাহাবাজপুর গ্রামের আসাদ,রাশেদ,সলেমান,আলমগীর, তালিম,ফয়সাল,নিত্যানন্দনপুর গ্রামের হুকুম, চর ভবানিপুর গ্রামের কলম,বোড়ামারা গ্রামের আমু,দবির ও বাবুলসহ ১৫/২০ জন দেশীয় অস্ত্র- সস্ত্র নিয়ে হামলা করে। এসময় রাব্বি ও আশিক দৌড়ে পালিয়ে গেলেও সজীব কে কুপিয়ে পা বিচ্ছিন্ন করে ফেলে। এছাড়া সজীব এর হাতে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এসময় হামলাকারীরা তিনটি স্মার্ট ফোন ছিনিয়ে নেয়।

পরে স্থানীয় সজীব কে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে রেফার্ড করেছে কর্তব্যরত চিকিৎসক।

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, সামাজিক আধিপত্য নিয়ে সজীব নামের একজনকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button