ঝিনাইদহে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদন্ড
ঝিনাইদহ চোখ-
ঝিনাইদহের শৈলকুপায় অস্ত্র মামলায় ফরিদুল ইসলাম মোল্লাকে ১০ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেছেন সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল জজ আদালত। রোববার দুপুর এ রায় প্রদান করেন ঝিনাইদহের সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল জজ আদালতের বিচারক মোঃ নাজিমুদ্দৌলা। দন্ডপ্রাপ্ত ফরিদুল শৈলকুপা উপজেলার ব্যাসপুর গ্রামের দেলোয়ার হোসেন মোল্লার ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের মার্চ মাসে উপজেলার পাঁচপাখিয়া জোয়ারদার পাড়া থেকে ফরিদুল ইসলাম মোল্লাকে আটক করে পুলিশ। পরে তার দেহ তল্লাসী করে একটি দেশীয় তৈরি শাটার গান উদ্ধার করে পুলিশ।
এ মামলায় পুলিশ চার্জসীট প্রদান করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য প্রমান শেষে রোববার এ রায় ঘোষনা করেন ঝিনাইদহের সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল জজ আদালতের বিচারক মোঃ নাজিমুদ্দৌলা। রায়ে ১৮৭৮ সালের অস্ত্র আইনে ১০ বছর সশ্রম কারাদন্ড প্রদান করেন। রায়ের পর আসামী ফরিদুল ইসলামকে জেল হাজতে পাঠানো হয়।