শৈলকুপায় প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ
এম হাসান মুসা, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহ চোখ-
ঝিনাইদহের শৈলকুপায় বি/২০২২-২৩ মৌসুমে সরিষা, গম, ভুট্টা, সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারী ফসলের বীজ, সার ও পাওয়ারটিলার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ৩টায় উপজেলা প্রশাসন ও কৃষি স¤প্রসারণ অধিদপ্তর এর যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব কৃষি প্রণোদনা বিতরণ করা হয়। মোট ১৩৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ প্রণোদনার বীজ,সার ও পাওয়ারটিলার পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: বনি আমিন , বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম আব্দুল হাকিম আহমেদ,উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান খান।