শৈলকুপায় ভিক্ষুকদের পুণর্বাসনে বিভিন্ন সামগ্রী প্রদান
এম হাসান মুসা, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহ চোখ-
ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা সমাজসেবা কার্যালয় ভিক্ষা বৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুণর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ১৮ জন ভিক্ষুককে বিভিন্ন সামগ্রী প্রদান করেছে। ১২ জনকে ছাগল,১ জনকে ব্যাটারী চালিত ভ্যান, ১জনকে ছিট কাপড়, ১জনকে দোকান সামগ্রী, ১জনকে বাদাম ও ২ জনকে ঝাড়– ও ঝাটা সামগ্রী প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, ১জনকে ৪৫ হাজার টাকার ভ্যান ও ১৭ জনকে ১৫ হাজার টাকার বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়।
বুধবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ চত্ত¡রে এসব সামগ্রী প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এম আব্দুল হাকিম আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) বনি আমিন, পৌর মেয়র কাজী আশরাফুল আজম, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: শরিফ উদ্দীন,ইউপি চেয়ারম্যান সাব্দার হোসেন মোল্লা, জাহিদুল ইসলাম প্রমূখ।