হরিনাকুন্ডু

হরিণাকুন্ডে পাবলিক প্রতারণার দায়ে ২৫ হাজার টাকা জরিমানা

এইচ মাহবুব মিলু, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহ চোখ-
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার হরিণাকুণ্ডু বড় বাজার,পার্বতীপূর বাজার সহ বিভিন্ন বাজারে অতিরিক্ত মূল্যে নিত্য প্রয়োজনিয় খাদ্য সামগ্রী বিক্রয়,প্লাস্টিক মোড়কে খাদ্যদ্রব্য সরবরাহ ও বিক্রয় সহ নানা অপরাধে একাধিক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালত পরিচালোনা করে জরিমানা করলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা।

এসময় তিনি হরিণাকুণ্ডু বড় বাজারে সুমাইয়া খাদ্য ভান্ডারের মালিক সমির খোন্দকারকে প্লাস্টিক মোড়কে খাদ্য সামগ্রী বিক্রয়ের অপরাধেে পাঁচ হাজার(৫০০০/-) টাকা, ভূষিমাল বিক্রেতাকে একই অপরাধে দশ হাজার (১০’০০০/-)টাকা, পার্বতীপূর বাজারে ভূষিমাল ব্যবসায়ী আব্দুল ওহাবকে দশ হাজার(১০,০০০/-) টাকা জরিমানা করেন।

পণ্যে পাটজাত মেড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০এর ১৪ ধারায় তিনি ব্যবসায়ীদের সর্বমোট পচিশ হাজার(২৫,০০০/-)টাকা জরিমানা করেন।

সাথে ছিলেন নির্বাহী অফিসার সুস্মিতা সাহা এর অফিস সহকারী আসাদুল ইসলাম,প্রোসেস সার্ভার মঞ্জু মিয়া।

ভ্রাম্যমান আদালত পরিচালোনা কাজে থানা পুলিশ সদস্যরা সহোযোগিতা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button