কম্বল দিতে রাতে পথে পথে শৈলকুপা ইউএনও
এম হাসান মুসা, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহ চোখ-
শীতার্তদের মাঝে রাতে কম্বল বিতরণ করেছেন ঝিনাইদহের শৈলকুপার উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী।
সোমবার রাত ৮টায় উপজেলার ঝাউদিয়া আশ্রায়ন প্রকল্পের শতাধিক হতদরিদ্র, নারী, শিশু ও পুরুষের মধ্যে তিনি কম্বল বিতরণ করেন। কম্বল বিতরণের সময় তিনি বলেন, প্রশাসনিক কর্মকর্তা নয়, আমি এসেছি আপনাদের সেবা করার দায়িত্ব নিয়ে।
সমাজের অসহায়, অস্বচ্ছল ও হতদরিদ্র মানুষের সেবা করার জন্য উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সরকার আমাকে পাঠিয়েছেন।
তিনি বলেন, শীতার্ত মানুষের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এ উপজেলার জন্য প্রাথমিকভাবে ৬ হাজার টি কম্বল পাওয়া গেছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে কিছু কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া প্রশাসনের মাধ্যমে অসহায় দরিদ্র মানুষের মধ্যে প্রতিদিনই কম্বল বিতরণ অব্যাহত রয়েছে।
কম্বল বিতরণকালে সহকারি কমিশনার (ভ’মি) মো: বনি আমিন,প্রেসক্লাব সভাপতি এম হাসান মুসা,সাধারন সম্পাদক শাহিন আক্তার পলাশ, নির্বাহী সদস্য তাজনুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।